দেশে স্বাস্থ্য সচেতনা বৃদ্ধি পেলেও রয়ে গেছে অনেক ভুল ধারনা, এখনো রয়েছে কখন কোন রোগে কি করতে হবে সেটা নিয়ে ভুল চিন্তাধারা, এমনকি কখনো কখনো সঠিক সিদ্ধান্ত দ্রুত না নিতে পারার দরুন মৃত্যুর ঘটনা আমাদের দেশে এখনো ঘটছে ……!
ঠিক এই পয়েন্ট গুলোতে দাঁড়িয়েই ''স্বাস্থ্য কথা'' পেইজের যাত্রা শুরু হয়,
বিভিন্ন রোগের পাশাপাশি, সুস্থ্য-স্বাভাবিক জীবন-যাপনের জন্য প্রয়োজনীয় তথ্য নিয়ে এই ''স্বাস্থ্য কথা'' পেইজের পথচলা। স্বাস্থ্য বিষয়ে সবার জন্য উন্মুক্ত ভাবে প্রয়োজনীয় তথ্য আর এডভাইস এর প্লান নিয়ে ''স্বাস্থ্য কথা'' পেইজ কাজ করে চলেছে।