Saturday, January 4, 2014

দাঁতের কিছু পরিচিত সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় টিপসঃ

দাঁতের কিছু পরিচিত সমস্যার সমাধানঃ
• মাঢ়ি দিয়ে রক্ত পড়া, মুখে দুর্গন্ধ, কালো বা হলদেটে দাগ যা দাঁত ব্রাশে যায় না তার জন্য স্কেলিং করা
• দাঁতের ছোট গর্ত হওয়া যা ক্যারিজ নামে পরিচিত তার জন্য ফিলিং করা
• দাঁতে জমে থাকা খাদ্যকণা অথবা প্লাক দূর করতে দিনে একবার ডেন্টাল প্লস দিয়ে ক্লিন করা
• নড়বড়ে দাঁত এবং শুধু গোড়া আছে সেগুলো তুলে ফেলা পরবর্তীকালে ডেনচার বা ব্রিজ করা যায়
• দাঁতের মজ্জা পর্যন্ত ক্ষয় হওয়া, শিরশির করা, প্রচ- ব্যথা সে ক্ষেত্রে এক্স-রে করে রুট ক্যানাল নামে আধুনিক চিকিৎসা করে পরবর্তীকালে ওই দাঁতে ক্যাপ করে নেয়া
• আঘাত বা অন্যান্য কারণে দাঁতের স্বাভাবিক রঙ নষ্ট হয়ে গেলে সে ক্ষেত্রে ঝকঝকে করার জন্য ব্লিচিং করা ব্লিচিং পদ্ধতি যেকোনো দাঁতের পাশাপাশি রুট ক্যানাল চিকিৎসা চলছে এমন দাঁতেও সম্ভব
• উঁচু-নিচু, আঁকাবাঁকা দাঁত অর্থোডোন্টিক চিকিৎসার মাধ্যমে সুন্দর করে তোলা
• মুখগহ্বরে পর্যাপ্ত জায়গা না থাকলে বা বাঁকা হয়ে ওঠা আক্কেল দাঁত থাকলে সেগুলো সার্জিক্যাল অপারেশন করে তোলা
• দাঁতের শার্প অংশ কামড়ে কামড়ে গালে বা জিহ্বায় ক্ষত হলে সে ক্ষেত্রে গ্রাইন্ডিং করা
• তামাকসমৃদ্ধ দ্রব্য যেমনঃ সিগারেট, গুল, জর্দা ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন এগুলো মুখে ক্যান্সার ও দুর্গন্ধের অন্যতম কারণ
• মুখের আর্দ্রতার জন্য প্রচুর পানি পান করা
• দিনে অন্তত দু’বার নরম ব্রাশ দিয়ে ফুরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে হালকাভাবে দু-তিন মিনিট দাঁত ব্রাশ করা


দাঁতের উপকারী খাদ্যঃ
• যেসব খাদ্য চিবুতে হয় যেমনঃ ফল, শাকসবজি, শস্যকণা
• ঈধষপরঁস সমৃদ্ধ খাবারঃ দুধ, পনির, দধি ইত্যাদি
• ভিটামিন ডিঃ সামুদ্রিক মাছ, কলিজা, ডিমের কুসুম ইত্যাদি
• আঁশযুক্ত খাদ্য, ভিটামিন সিঃ আমলকী, লেবু, কমলা, টমেটো, পেয়ারা ইত্যাদি

দাঁতের অপকারী খাদ্যঃ
• মিষ্টি ও অন্যান্য আঠালো শর্করাজাতীয় খাদ্য
• প্রচুর পরিমাণে চিনিসমৃদ্ধ চা ও কফি, বিস্কুট, আইসক্রিম, পটেটো চিপস ইত্যাদি

সুস্থ দাঁতের জন্য করণীয়ঃ
• দু-তিন মাস পরপর নতুন টুথব্রাশ ব্যবহার করা
• নিয়মিত হালকা গরম পানিতে লবণ দিয়ে কুলকুচি করা
• বছরে অন্তত দু’বার দন্তচিকিৎসকের পরামর্শ নেয়া ইত্যাদি

মুখ বা মুখগহ্বরের সমস্যা হওয়া মাত্র অবহেলা না করে সঠিক সময়ে সঠিক চিকিৎসা করে নিলে বড় রকমের বিপদের হাত থেকে বাঁচা যায়

 আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য। 

1 comment:

  1. খুব কাজের টপিক। ধন্যবাদ শেয়ার করার জন্য। ।আপনার এই পোস্ট অনেক উপকারে আসবে আমার বিশ্বাস । এর আগেও একটা নিউজ পেয়েছিলা এই নিউজ ও অনেক উপকারী। যার দরকার হবে দেখতে পারেন। তবে আপানার এটা বাশি ভাল হইছে তাই আবারো লেখককে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম এখানে> http://muktomoncho.com/archives/545

    ReplyDelete