Thursday, January 16, 2014

মুখে বা ঠোঁটের কোণায় ঘা!

লক্ষণঃ
     ঠোঁট লাল হয়ে ফেটে যায়/ কোনাগুলি ফেঁটে যায়।
     মুখের বা ঠোঁটের দুই কোণায় ঘা হয়/সাদা হয়ে যায়।
     কস পড়ে ও হা করতে কষ্ট হয়।
     জিহ্বায় ঘা হয়, লাল হয়ে ফুলে যায় ও ব্যথা হয় এবং খেতে অসুবিধা হয়।


কারণঃ
     খাবারে ভিটামিন-বি২ বা রাইবোফ্লাভিনের অভাব অথবা লোহার অভাব।
     দুধ, ডিম, ডাল, কলিজা, সিদ্ধ চাউল এবং শাক-সবজি প্রয়োজনীয় পরিমাণে না খাওয়া।

প্রতিরোধ/ প্রতিকারঃ
     প্রচুর পরিমাণে দুধ, ডিম, ডাল এবং শাকসবজি খেতে হবে।
     মুখে বেশি ঘা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন খেতে হবে/আয়রণ খেতে হবে।

 [ আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য। ]

0 comments:

Post a Comment