Monday, January 13, 2014

রক্ত নেওয়ার সময় প্রচলিত ভুল!

রক্ত নেওয়ার সময় একটি প্রচলিত ভুল হলো হাত বেঁধে নেয়া শক্ত করে৷ কিন্তু এ পদ্ধতি শরীরের জন্য ক্ষতিকর৷ রক্তদানকারীর হাত শক্ত করে বেঁধে রক্ত নেয়ার পরই ছেড়ে দেয়া হয়৷ আর এতে রক্তে পটাশিয়াম বৃদ্ধি পায়, যা থেকে কিডনি অথবা হার্টে সমস্যা দেখা দিতে পারে৷


ব্রিটিশ গবেষকদের এক গবেষণা এনালস অব ক্লিনিক্যাল বায়োক্যামিস্ট্রিতেও বেরিয়ে এসেছে এমন তথ্য৷ তাই হালকা ভাবে হাত বেঁধে রক্ত দেয়ার পরামর্শ দিয়েছেন গবেষকরা৷ গবেষণা পরিচালনার সময় গবেষকরা প্রায় ২ লাখ মানুষের রক্ত পরীক্ষার ফলাফল পরীক্ষা-নিরীক্ষা করেন৷ একজন বিশেষজ্ঞের মতে, রক্ত দেয়ার সময় শক্ত করে হাত বাঁধার প্রক্রিয়াটি অত্যন্ত পুরোনো৷ এখন যারা রক্ত নেয়ার কাজ করছেন তাদের উচিত নয় রোগীদের ওপর এ প্রক্রিয়া প্রয়োগ করা৷

আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য। ধন্যবাদ।

0 comments:

Post a Comment