Thursday, October 2, 2014

সড়ক দুর্ঘটনায় প্রাথমিক চিকিত্সা!

হঠাৎ করে কেউ কোনো দুর্ঘটনার কবলে পরলে রোগী নিজে এবত্‌ তার আশেপাশের মানুষ জন সকলে হতবিহ্বল হয়ে পরে৷ অনেক সময় উপকার করতে যেয়ে দেখা যায় যে রোগীর আশেপাশের মানুষ জন তার ক্ষতি করে ফেলে স্বল্প জ্ঞানের কারণে৷ প্রাথমিক চিকিত্সা সম্পর্কে ধারণা থাকলে এ পরিস্থিতি এড়ানো সম্ভব৷ এই বিষয় টুকু যদি মানুষের জানা থাকে তাহলে দেখা যায় রোগীকে হাসপাতালে নেওয়ার আগে রোগী এমন কিছু চিকিত্সা পেয়ে যায় যা দেওয়ার জন্য ডাক্তারের প্রয়োজন হয় না এবং এতে করে রোগী মারাত্মক কোনো ক্ষতির কবল হতে মুক্তি পায়৷


এ ক্ষেত্রে প্রাথমিক চিকিত্সা কি হবে তা নিয়ে নিয়মিত আলোচনা করা হলঃ
 আহত ব্যক্তিকে প্রথমে দুর্ঘটনা স্থান (রাস্তা) থেকে নিরাপদ জায়গায় আনতে হবে৷
 পর্যাপ্ত বাতাস শ্বাস-প্রশ্বাসের সাহায্য নিতে পারছে কিনা সেদিকে লক্ষ রাখতে হবে৷
 নাক-মুখে রক্ত বা অন্যকিছু যা শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি করে এমন কিছু থাকলে বের  করে দিতে হবে৷
 আশেপাশের ভীড় কমিয়ে পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা করতে হবে৷
 সম্ভব হলে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে৷
 রক্তপাত হতে থাকলে তা বন্ধ করার চেষ্টা করতে হবে৷
 হাড় ভেঙে থাকলে নড়াচড়া না করে বিশ্রামের ব্যবস্থা করতে হবে৷
 উপযুক্ত চিকিত্সার জন্য দ্রুত হাসপাতালে প্রেরণ করতে হবে৷



অতিরিক্ত রক্তপাতঃ
 ক্ষত থেকে রক্তপাত হলে কী করবেন
 আঘাতের জায়গাটা উঁচু করে রাখতে হবে৷
 একটা পরিষ্কার কাপড় দিয়ে অথবা হাত দিয়ে সরাসরি ক্ষতের ওপর চাপ দিয়ে ধরে রাখুন৷
 অতিরিক্ত কেটে গেলে দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে সেলাই করে ব্যান্ডেজ করে দিতে হবে৷
 ডাক্তারের পরামর্শ অনুযায়ী ধনুষ্টংকারের টিকা নিতে পারেন৷

[আপনাদের সুখী জীবন আমাদের কাম্য। ধন্যবাদ।]

1 comment:

  1. এই প্রাথমিক চিকিতসাগুলো সবারি জানা থাকা জরুরী। খুব কাজে লাগে এইসব জিনিস।
    এটিনিউজ

    ReplyDelete