Wednesday, November 26, 2014

হার্নিয়া হলে কি করবেন?

হার্নিয়া অতি কমন একটি রোগ। জন্ম থেকে শুরু করে বৃদ্ধ পয়স পর্যন্ত যে কারও এই রোগ হতে পারে। সাধারণ ভাবে হার্নিয়া হলো পেটের মধ্যস্থ খাদ্যনালী বা অন্য যে কোন অঙ্গ পেটের দুর্বল স্থান দিয়ে বাইরে চলে আসাকে বোঝায়।


হার্নিয়ার কারণ কি কি?
পেট বা এবডোমেন ওয়ালের দুর্বলতাই হার্নিয়ার একমাত্র কারণ। এই দুর্বলতা বিভিন্ন কারণে হতে পারে। যেমন- 
(১) জন্মগত
(২) অপারেশন, আঘাত এবং ইনফেকশন ইত্যাদি।

সবচেয়ে কমন যে হার্নিয়া আমরা পেয়ে থাকি তার মধ্যে (১) ইনগুইনাল হার্নিয়া এবং (২) ইনসিসনাল হার্নিয়া বা অপারেশনের জায়গায় হারনিয়া। এবার আমরা ইনগুইনাল হার্নিয়া নিয়ে আলোচনা করব!

ইনগুইনাল হার্নিয়া কোথায় হয়?
কুচকির মাঝামাঝি ১/২ ইঞ্চি উপরে এই হার্নিয়ার প্রাথমিক অবস্থান।

ইনগুইনাল হার্নিয়ার উপস্বর্গঃ
✭ যে কোন বয়সেই এ রোগ হতে পারে।
✭ বেশির ভাগ রোগীই পুরুষ।
✭ প্রাথমিক পর্যায়ে রোগীরা বলবে হাঁটা-চলা করলে বা ভারি বস্তু ওঠালে কিংবা হাঁচি-কাশি দিলে আমরা কুচকির ওপরটা গোলাকার মতের মতো ফুলে ওঠে এবং শুয়ে থাকলে এটা চলে যায়। মাঝে মাঝে শক্ত হয়ে যায় এবং ব্যথা হয়। কিছুদিন এভাবে চলার পর গোলাকার ফোলাটি ইসক্রুটামে (অন্ডকোষ থলিতে) নেমে আসে এবং শুয়ে থাকলে আপনা আপনি পেটের ভেতর শব্দ করে চলে যায়। এভাবে ফোলাটি বড় হতে থাকে এবং মাঝে মাঝে চাপ দিয়ে ভেতরে ঢোকাতে হয়। তারপর ধীরে ধীরে এমন একটি পর্যায়ে পৌঁছতে পারে যে এটি আর চাপ দিলেও পেটের ভেতরে ঢুকছে না। এই পর্যায়ে প্রচন্ড- ব্যথা, বমি এবং পেট ফাঁপা ও পায়খানা বন্ধ হয়ে যেতে পারে। এই অবস্থাকে ইনটেন্সিটিনাল বা খাদ্য নালীর অবস্ট্রাকশন বলা হয়।

চিকিৎসাঃ
প্রাথমিক ভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা কারলে ইনগুইনাল হার্নিয়া অপারেশন ছাড়া ভালো হয়।
তবে শেষ অবস্থায় অপারেশনই হচ্ছে এই রোগের একমাত্র চিকিৎসা। 


ইনসিসনাল হার্নিয়া/অপারেশনের স্থানে হার্নিয়াঃ
অপারেশনের পর অপারেশনের স্থানে ইনসিসনাল হার্নিয়া দেখা দেয়। রোগী বলবে আমার অপারেশন লাইনটির সম্পূর্ণ স্থানে অথবা আংশিক জুড়ে ফুলে ওঠে। বিশেষ করে হাঁটা-চলা, হাঁচি-কাশি বা ভারি বস্তু উত্তোলন করলে এবং শুয়ে থাকলে দেখা যায় না।

ইনসিসনাল হার্নিয়া কেন হয়?
 ইমারজেন্সি অপারেশন করলে
✭ অপারেশনের জায়গা পেকে গেলে এবং 
 অদক্ষ সার্জন দ্বারা অপারেশন করলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি।

উপসর্গঃ
ইনসিসনাল হার্নিয়া রোগীর ইনগুইনাল হার্নিয়া রোগীদের মতো একই কম উপসর্গ ও জটিলতা নিয়ে ডাক্তার এর কাছে আসে।

চিকিৎসাঃ
এই ক্ষেত্রে সার্জারিই একমাত্র চিকিৎসা অর্থাৎ অপারেশন ছাড়া সাধারনত ভাল হয় না।

অপারেশনের পর আবার হতে পারে কি না?
অভিজ্ঞ সার্জন দ্বারা অপারেশন করিয়ে নিলে আবার হওয়ার সম্ভাবনা খুব কম।

[আপনাদের সুখী জীবন আমাদের কাম্য। ধন্যবাদ।]

8 comments:

  1. আমার ছেলের বয়স এক বোছর আট মাস তার তলপেটে একটু নিছের দিকে ফুলেথাকে কান্না করলে বেশি ফুলেথাকে আবার ছলে যায় এখন সবাই বোলতেছে হার্নিয়া এখন আমি কি করবো কি করলে ভালো হবে একটু জানাবেন আমি বড় চিন্তা আছি আমার একমাত্র ছেলে কেউ বোলতেছে অফেরেসন করতে হবে বুঝতে পারছি না জানাবেন.হোমিওপ্যাথিক ডাক্তার দেখায়ছি সে বোলছে হার্নিয়া দুই তিন মাস ওষুধ খাওয়ালে ছলে যাবে আর আমার আপনার কাছে জিজ্ঞাসা হার্নিয়া কি ওষুধ খাওয়ালে ছলে যাবে কি এটো জানাবেন.

    ReplyDelete
    Replies
    1. আমারো একি অবস্থা

      Delete
  2. আমার বাবুর একই অবস্থা

    ReplyDelete
  3. আমার বাবুর একই অবস্থা ।

    ReplyDelete
  4. femoral hernia এর সমস্যা। এর কোন চিকিৎসা আছে নাকি অপারেশন করতে হবে?

    ReplyDelete
  5. বড় করে ছবি দেন

    ReplyDelete
  6. Amar ondo kosh e ektu Betha acha..pet bethao hoi..eta ki harniya er lokjon? R jadi hoi to er upai ki ektu bolben

    ReplyDelete