Wednesday, June 4, 2014

ছোলার খাদ্য গুণ!


প্রতি ১০০ গ্রাম ছোলায় আছেঃ
 প্রায় ১৭ গ্রাম আমিষ বা প্রোটিন, ৬৪ গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং ৫ গ্রাম ফ্যাট বা তেল ছোলার শর্করা বা কার্বোহাইডেটের গ্লাইসেমিক ইনডেক্স কমখাওয়ার পর খুব তাড়াতাড়িই হজম হয়ে গ্লুকোজ হয়ে রক্তে চলে যায় নাবেশ সময় নেয়তাই ডায়াবেটিস রোগীদের জন্য ছোলার শর্করা ভাল 
 ছোলার ফ্যাট বা তেলের বেশির ভাগই পলি আনস্যাচুরেটেড ফ্যাট, যা শরীরেরজন্য ক্ষতিকর নয় 
 প্রোটিন, কার্বোহাইড্রেটও ফ্যাট ছাড়া ছোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবন 
 প্রতি ১০০ গ্রাম ছোলায় ক্যালসিয়াম আছে প্রায় ২০০ মিলিগ্রাম, লৌহ ১০ মিলিগ্রাম, ও ভিটামিন এ ১৯০ মাইক্রোগ্রাম 
 এ ছাড়াও আছে ভিটামিন বি-১, বি-২, ফসফরাস ও ম্যাগনেশিয়ামএ সবই শরীরের জন্য কাজে লাগে 
 ছোলায় খাদ্য-আঁশও আছে বেশএ আঁশ কোষ্ঠ কাঠিন্যে উপকারীখাবারের আঁশ হজম হয় নাএভাবেই খাদ্যনালী অতিক্রম করতে থাকেতাই পায়খানার পরিমাণ বাড়ে এবং পায়খানা নরম থাকেএতে কোষ্ঠ কাঠিন্য দূর হয়পায়খানা করা সহজ হয়নিয়মিত পায়খানা হয়ে যায় বলে ক্ষতিকর জীবাণু খাদ্য নালীতে থাকতে পারে নাফলে খাদ্যনালীর ক্যান্সার হবার সম্ভাবনা কমে 
 রক্তের চর্বি কমাতেও সহায়ক খাদ্যের আঁশআরও নানান শারীরিক উপকার আছে খাদ্য-আঁশেদেরীতে হজম হয়, এরূপ একটি খাবার হচ্ছে ছোলা 
 শরীরে শক্তির যোগান দিতে থাকে দীর্ঘক্ষণ ধরেপ্রতি ১০০ গ্রাম ছোলা থেকে পাওয়া যায় ৩৬০ ক্যালরিরও অধিক শক্তি
[আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য।]

0 comments:

Post a Comment